পোর্টফোলিও কি ও কেন প্রয়োজন?

পোর্টফোলিও কি ও কেন প্রয়োজন?

Portfolio  হচ্ছে আপনার দক্ষতা, আপনার অর্জন কিংবা আপনার গুনাবলি উপস্থাপন করার মাধ্যম। প্রফেশনাল লাইফে আপনি নিজেকে উপস্থাপন করতে হলে আপনাকে অব্যশ্যই Portfolio তৈরী করে নিতে হবে। Portfolio তে মূলত আপনার কাজের স্যাম্পল গুলো উপস্থাপিত হবে সেই আপনার কতোটা দক্ষতা রয়েছে, কি কি পারেন আপনি, সম্পূর্ন কাজের অভিজ্ঞতা উল্লেখ থাকে। কোনো ব্যক্তি পোর্টফোলিও দেখে আপনার কর্মজীবন সম্পর্কে ধারনা লাভ করতে পাবেন। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরির জন্য কিংবা কাজ পাবার জন্য আবেদন করবেন তখন Portfolio এর দ্বারা আপনার কাজ পেতে সাহায্য করবে।


প্রফেশনাল পোর্টফোলিও

প্রফেশনাল পোর্টফোলিও হলো আপনি যেই কাজ গুলো আগে করেছেন তার সমস্ত কাজের উপস্থাপন। আপনার কাজের বিস্তারিত, কাজের স্ট্রাটেজী, যদি তা বিজুয়্যাল হয় সেটি সুন্দর ভাবে উপস্থাপন করা।

বিভিন্ন কাজের জন্য Portfolio এর ধরন ভিন্ন হয়ে থাকে। আপনি যদি SEO Expert হয়ে থাকেন কিংবা Lead Generation এর কাজ করে থাকেন তবে আপনার পোর্টফোলিও হবে ডকুমেন্টে টাইপের।  অর্থাৎ আপনাকে ডকুমেন্টের দ্বারা আপনার Data সংগ্রহ করতে হবে।

পেশা আর কাজের ক্ষেত্র অনুযায়ী পোর্টফোলিওর ধরন আলাদা হয়। যেমন, একজন সেলস ম্যানেজার তার ক্লায়েন্টের সংখ্যা, সেলসের পরিমাণ ও সেলস কর্মী ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য একটি ডকুমেন্টে সংরক্ষণ করতে পারেন। আবার আপনি একজন গ্রাফিক ডিজাইনার হলে আপনার কাছে থাকা উচিত নিজের করা ডিজাইনের নমুনা আর ডিজাইনে ব্যবহৃত সফটওয়্যার বা টুল ও ক্লায়েন্ট সম্পর্কিত তথ্য।